আর্কাইভ থেকে দেশজুড়ে

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি খোয়া,ট্রেন চলাচল বন্ধ

হারিয়ে গেছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি, এতে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। 

সোমবার সকালে চাবিটি হারিয়ে যাওয়ার কারণে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশনে আটকা পড়ে।

তবে দায়িত্বের প্রতি অবহেলায় সাধারণ জনসাধারণকে ভোগান্তিতে ফেলায় ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

স্থানীয়রা জানান, নিত্যদিনের ন্যায় আজও সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে সকাল ৬টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই চাবিটি হারিয়ে যাওয়ায় সকাল ছয়টার ট্রেনটি স্টেশন ছেড়ে যেতে পারেনি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সিরাজগঞ্জ রায়পুর  স্টেশনের স্টেশন মাষ্টার গোলাম হোসেন জানান, ট্রেনের চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন