ফিলিপাইনে মৌসুমি ঝড়ে বাড়ি ছাড়া পাঁচ হাজার মানুষ
ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে মৌসুমি ঝড় দুজুয়ান। এর প্রভাবে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রোববার ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলেছে, ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। এর প্রভাবে সৃষ্ট বন্যায় জলাবদ্ধ হয়ে পড়েছে কারাঙ্গা ও সুরিগাও অঞ্চল। নিকেল খনি এবং ধাতু উৎপাদনের জন্য এলাকাটি পরিচিত।
আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
এদিকে, খারাপ আবহাওয়ার জন্য ৩৬টি অভ্যন্তরীণ ফ্লাইটের চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ। চলতি বছর দক্ষিণ-পূর্ব এশিয়ান দ্বীপপুঞ্জে এটাই প্রথম ঝড়। বছরে ২০টি মৌসুমি ঝড়ের কবলে পড়ে অঞ্চলটি।
এসএন