আর্কাইভ থেকে শিক্ষা

শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখান, ঢাবি শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম (ভিডিও)

আগামী ১৭ মে হল খুলে দেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখান করে তার আগেই হল খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রীর ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তারা ১৭ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা প্রত্যাখ্যান করে ৭২ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আল্টিমেটাম দেয়।

বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকেইবন্ধ ঘোষণার পর এখনো কোনো বিশ্ববিদ্যালয় খোলেনি। এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলায় সেখানে শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রবেশ করেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলেও শিক্ষার্থীদের প্রবেশের খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে প্রবেশ করেছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। আরও পড়ুন: ২৪ মে খুলবে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি, হলের গেট খোলা ছিল তাই তারা প্রবেশ করেছেন। এতে তাদের কেউ বাধা দেয়নি।

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ফটকের তালা ভেঙে প্রবেশ করার ঘটনায় নিন্দা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অবিলম্বে এসব শিক্ষার্থীদের হল ত্যাগ করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

ডা. দীপু মনি বলেন, এক শ্রেণির মানুষ বর্তমান সরকারকে নানাভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে তাদের মতাদর্শের কিছু শিক্ষার্থীদের দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকা আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে উসকিয়ে দেয়া হচ্ছে।

ভিডিওতে দেখুন...

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন