লুটপাটের পর বিধবাকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ৪
খুলনার পাইকগাছা উপজেলায় লুটপাট শেষে এক বিধবা নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কয়রা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-কয়রার আমাদী গ্রামের শেখ জিয়াদ আলীর ছেলে ভাটা শ্রমিক ও পোনা ব্যবসায়ী শেখ অহিদুল ইসলাম (২৮), একই এলাকার মৃত অহেদ আলীর ছেলে মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২৬), শেখ খলিলুর রহমানের ছেলে বেকারি কর্মচারী মোনায়েম (২৫) ও উপজেলার মৌখালী গ্রামের মৃত ইউসুফ ঢালীর ছেলে ফেরদাউস ঢালী (৫১)।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন ওই নারী। পরে রাত ২টার দিকে মুখোশ পরা চার ব্যক্তি তার ঘরে ঢুকে স্টিলের বাক্স খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। যাওয়ার সময় তিনজন ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনার পরদিন ভিকটিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।