আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় বিশ্বজুড়ে প্রাণহানী ৪৮ লাখ ৬৭ হাজার

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। আগের চেয়ে কিছুটা কম হলেও করোনা এখন আতঙ্ক। স্বাভাবিক হয়নি জীবনযাত্রা।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৮৬ লাখ ৫২ হাজার ৮৯৩ জন মানুষ। এতে মারা গেছে ৪৮ লাখ ৬৭ হাজার ২৯৪ জন। এ সংক্যা প্রতিনিয়তই বাড়ছে।

আজ সোমবার (১১ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এ তথ্য পাওয়া গেছে।

গেলো ২৪ ঘণ্টায় সংক্রমণের তালিকায় যুক্ত হয়েছে আরও ৩ লাখ ১ হাজার ৫৮৭ জন। এসময়ে মারা গেছেন ৪ হাজার ৫৯৫ জন। ২৪ ঘণ্টায় সংক্রমণে শীর্ষে যুক্তরাজ্য, দেশটিকে একদিনে আক্রান্ত ৩৪ হাজার ৫৭৪ জন। আর মৃত্যুতে সবার উপরে রয়েছে রাশিয়া, দেশটিতে একদিনে মৃত্যু ৯৬২ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন