আর্কাইভ থেকে বাংলাদেশ

চাহিদার চেয়ে কম টিসিবির পণ্য

রাজধানীসহ সারাদেশে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম।ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ,টিসিবির উদ্যোগে ট্রাকে করে পণ্য বিক্রির পরেও, হেরফের হয়নি পেঁয়াজের দামে।

আজ বুধবার (১৩ অক্টোবর) খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা দামে বিক্রি হচ্ছে। এক লিটার ভোজ্য তেল দেড়শ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগী বিক্রি হচ্ছে তিন’শ টাকা কেজি দামে। বেড়েছে ব্রয়লার মুরগীর দামও।

এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে আজও সকাল থেকে পণ্য বিক্রি করছে টিসিবি। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায়,  নানা অভিযোগ আছে ভোক্তাদের।

এ সম্পর্কিত আরও পড়ুন