গাছের গুঁড়ির আঘাতে ২ জনের মৃত্যু
বরিশালের গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর শাওড়া এলাকায় ট্রাকে কাটা গাছ ওঠানোর সময় রশি ছিঁড়ে গাছের গুঁড়ির আঘাতে দুজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, হারুন খান (৫০) পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার বাসিন্দা এবং শহিদ হাওলাদার (৩৫) নরসিংহলপট্টি গ্রামের বাসিন্দা।
বুধবার (১ মার্চ) সকালে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসি আফজাল জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাছ কাটার আট থেকে নয় জন শ্রমিক শাওড়া এলাকায় কাটা গাছের গুঁড়ি বেঁধে ট্রাকে ওঠাচ্ছিলেন। এ সময় রশি ছিঁড়ে গাছের গুঁড়ির আঘাতে ঘটনাস্থলেই হারুন নিহত হন। অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে গুরুতর আহত শহিদ হাওলাদারের মৃত্যু হয়।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় দুজন নিহত হয়েছে। এখনও হাসপাতালে দুজন ভর্তি আছেন।