আর্কাইভ থেকে বাংলাদেশ

মাগুরা এখনো থমথমে

মাগুরা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদে নির্বাচনকে কেন্দ্র করে, দু’পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এদিকে, লুট-পাটের আশঙ্কায় নিজেদের মালামাল নিয়ে অনেকেই ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শুক্রবার (১৫ অক্টোবর ) বিকেলে, উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন মারা যান। আহত হন ১০ জন। স্থানীয় রহমত মোল্লা ও ইউনুস মোল্লার সমর্থকরা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে তিলাম, মামুন, বিল্লাল, পান্নু, , ইদ্রিস, সিরাজ, নয়ন, হোসেন, বিল্লাল নামে ৮ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এখনো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন