আর্কাইভ থেকে ক্রিকেট

ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন দ্রাবিড়, বেতন ১০ কোটি

বিরাট কোহলিদের কোচের দায়িত্ব নিচ্ছেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত তার হাতেই যেতে চলেছে টিম ইন্ডিয়ার কোচিংয়ের ভার। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রায় ১০ কোটি রুপিতে কোচ হতে তিনি রাজি হয়েছেন বলে জানা গেছে। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে ময়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, ঋষভ পান্তের মতো একাধিক তারকাকে নিজের হাতে করে গড়ে তোলেন দ্রাবিড়। এবার সামলাবেন জাতীয় দলের দায়িত্ব তিনি।

আইপিএল চলাকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহের সঙ্গে আলোচনায় বসেন দ্রাবিড়। সেখানেই সব চূড়ান্ত হয়। বোলিং কোচ হতে পারেন পারশ মামব্রে।

এ মুহূর্তে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করছেন রাহুল। খেলা ছাড়ার পর আগামীর তারকা তৈরিতেই যত মনোযোগ তার। কোচিং করিয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ যুব দল ও ভারতীয় ‘এ’ দলকে।

জানা গেছে, রাহুলের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে। তার বার্ষিক বেতন হবে ১০ কোটি রুপি।

এ সম্পর্কিত আরও পড়ুন