আর্কাইভ থেকে ফুটবল

সৌদি লিগে মাসসেরা নির্বাচিত হলেন রোনালদো

গেল বছরের শেষ দিনে ইউরোপ ছেড়ে সৌদি লিগে পাড়ি জমান রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের যোগ দেবার পর প্রথম কয়েকটি ম্যাচে তেমন সুবিধে করতে পারছিলেন না এই পর্তুগিজ সুপারস্টার। তবে ধীরে ধীরে সিআরসেভেন নিজের খোলস ছেড়েছেন। সর্বশেষ চার ম্যাচ খেলে দুটিতেই হ্যাটট্রিক করেছেন রোনালদো। যার ফলাফল হিসেবে সৌদির প্রো-লিগে রোনালদো মাসসেরার নির্বাচিত হলেন তিনি।

গত মাসে লিগের চার ম্যাচে তিনি মোট ৮ গোলের পাশাপাশি সতীর্থদের আরও দুটি গোলে সহায়তা করেছেন। আল-ফাতেহ’র বিপক্ষে নতুন সোদি লিগে নিজের প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো। চারদিন পরে তিনি দেখা পান নিজের দ্বিতীয় হ্যাটট্রিকের। যা রোনালদোর ক্যারিয়ারের ৬৩ তম হ্যাট্রিক। তার হ্যাটট্রিক গোলেই মাসের শেষ ম্যাচে জয় পায় আল-নাসর।

 

𝗕𝗲𝘀𝘁 𝗣𝗹𝗮𝘆𝗲𝗿 𝗔𝘄𝗮𝗿𝗱 ⭐

Al Nassr superstar 𝗖𝗿𝗶𝘀𝘁𝗶𝗮𝗻𝗼 𝗥𝗼𝗻𝗮𝗹𝗱𝗼 was at his phenomenal best throughout February, with eight goals and two assists in four run-outs 🐐#RoshnSaudiLeague | #CR7𓃵 | @Roshnksa | @AlNassrFC_EN | @Cristiano pic.twitter.com/HTpV1XxYKe

— Roshn Saudi League (@SPL_EN) February 28, 2023

এমন পারফরম্যান্স ৩৮ বছর বয়সী রোনালদোকে ফেব্রুয়ারির শেষে মাসসেরার পুরষ্কার এনে দিয়েছে। এর আগে লিগে জানুয়ারি-সেরা নির্বাচিত হয়েছিলেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালের সালেম আল দাওসারি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন