জন্মদিনে কেকের পেছনে কত টাকা খরচ করলেন উর্বশী
উর্বশী রাউতেলা তার ২৯ তম জন্মদিন পালন করতে প্যারিসে যান। সেখানেই এলাহি আয়োজন উর্বশীর জন্মদিনের। টাকার অঙ্কটা শুনলে তো বিস্মিত হতে পারেন।
হাতে ছবির কাজ তেমন নেই। যে কটা ছবি করছেন সব কটিই ফ্লপ, তবে উর্বশীর বৈভবে বিন্দুমাত্র আঁচ পড়েনি। দামি ব্র্যান্ডেড পোষাক, নামকরা সংস্থাক গয়না, ব্যক্তিগত বিমানে বিদেশ ভ্রমণ, এ সব নিয়েই রয়েছেন উর্বশী। তাই জন্মদিনেও এলাহি আয়োজন করবেন উর্বশী, অনেকেই আন্দাজ করেছিলেন। তবে এতটা, সেটা হয়তো কেউ কল্পনা করেননি।
অভিনেত্রী নিজের জন্মদিনের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখানেই নীল রঙের বার্বি ড্রেসে দেখা গেল অভিনেত্রীকে। সামনে রাখা গোলাপের গোছা। পাশে দুটি বড় কেক। ও এক ট্রে কাপ কেক। চমক এখানেই শেষ নয়। অভিনেত্রীর সামনে রাখা গোলাপগুলি হিরে বসানো। ট্রেতে রাখা কাপ কেকগুলিতে সোনার পাত দিয়ে কারুকার্য করা। প্রায় ৯৩ লাখ টাকা খরচ হয়েছে অভিনেত্রীর।