ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফাঁকা মিরপুরের গ্যালারি
সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মিরপুরের গ্যালারিতে দর্শক ছিল দেখার মতোন। অথচ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেতে দর্শক উপস্থিতি খুবই কম।
বিশেষ করে সর্বনিম্ন দুই শ টাকায় যে গ্যালারিতে বসে খেলা দেখা যায়, পূর্ব দিকের সেই গ্যালারি বলতে গেলে এক প্রকার ফাঁকাই থাকল। অন্য কোনো দিকের গ্যালারিতেও ছিল না তেমন উপস্থিতি। বিকেলের দিকে কিছু দর্শক উপস্থিতি দেখা গেলেও ওয়ানডে ক্রিকেটে মিরপুর যেমন উপচে পড়া দর্শক দেখতে অভ্যস্ত, সেরকম দর্শক উপস্থিতি ছিল না।
শুধু বাংলাদেশ দল নয়, ইংল্যান্ডের ক্রিকেটাররাও নিশ্চয়ই অবাক হয়েছেন গ্যালারি এমন অবস্থা দেখে। বাংলাদেশে অনেকবার খেলার অভিজ্ঞতা থেকে ইংল্যান্ডের সহ-অধিনায়ক মঈন আলী গতকাল সংবাদ সম্মেলনে গ্যালারি ভর্তি দর্শকের সামনে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছিলেন। অথচ আজ গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল হতাশা জনক।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা। এছাড়াও ভিআইপি ১০০০, ক্লাব হাউজ ৫০০ টাকা, সাউথ স্ট্যান্ড ৩০০।