ট্রেনের টিকিট সংগ্রহের নতুন পদ্ধতি
ট্রেনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। পরে সেটি নির্বাচন কমিশনের ডেটাবেজ থেকে যাচাই করা হবে। যাচাই সম্পন্ন হওয়ার পর যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে একজনের এনআইডি দিয়ে টিকিট সংগ্রহ করে অন্যজন ভ্রমণ করতে পারবেন না। বিদেশি কোনো নাগরিক ট্রেনে ভ্রমণ করতে চাইলে সেক্ষেত্রে দেখাতে হবে পাসপোর্ট।
বুধবার (১ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির নতুন এ পদ্ধতি উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলওয়ের কর্মকর্তারা জানান, নিবন্ধন হয়ে যাওয়ার পর রেলওয়ে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটা যাবে। একই সঙ্গে যদি কেউ কাউন্টারে গিয়ে সংগ্রহ করতে চান তিনি মোবাইল নম্বর বললে বুকিং সহকারী সেই নম্বরের বিপরীতে এনআইডি নম্বর ও নাম পেয়ে যাবেন এবং যাত্রীকে টিকিট দেবেন। তখন যে টিকিট প্রিন্ট করা হবে সেই টিকিটে যাত্রীর নাম ও এনআইডি নম্বর থাকবে।
একজন যাত্রী কয়টা টিকিট সংগ্রহ করতে পারবেন এমন প্রশ্নের জবাবে পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, আগের নিয়ম অনুযায়ী চারটি করে টিকিট কাটতে পারবেন। তবে এই চারজনের যেকোনো একজনের সঙ্গে এনআইডির ফটোকপি থাকতে হবে যার নাম টিকিটের গায়ে লেখা থাকবে। যদি অন্য কারও টিকিট যাত্রীর কাছে পাওয়া যায় তাকে জরিমানা করা হবে।
ট্রেনের টিকিট সংগ্রহের পদ্ধতি হলো- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BR-Space-NID number- Space- Date of Birth (সাল, মাস, দিন ফরম্যাটে) লিখে ২৬৯৬৯ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে নিবন্ধন সফল না ব্যর্থ হয়েছে তা জানা যাবে। বিদেশি নাগরিকরা পাসপোর্ট নম্বর ও ছবি দিয়ে নিবন্ধন আপলোড করবেন। ১২-১৮ বছর বয়সীরা জন্মনিবন্ধন প্রদান ও জন্মনিবন্ধন সনদ আপলোড করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
প্রসঙ্গত, এদিকে রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ মার্চ থেকে এই পদ্ধতিতে টিকিট বিক্রি করা হবে। তবে যেহেতু যাত্রার পাঁচ দিন আগে টিকিট বিক্রি শুরু হয় সে হিসেবে ১ মার্চ থেকে ৫ মার্চের টিকিট এ পদ্ধতিতে বিক্রি করা হবে। তাহলে বুঝা যাচ্ছে টিকিট যার ভ্রমণ তার প্রকৃতপক্ষে শুরু হবে ৫ মার্চ থেকে।