আর্কাইভ থেকে ক্রিকেট

হঠাৎ ওয়ানডে দলে শামীম, কিন্তু কেন!

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতোকাল রাতে ডাক পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। এবার পেলেন আরও একটি সুখবর। হঠাৎ করে তাকে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেরও।

তবে শামীমকে দলে রাখা হয়েছে ব্যাকআপ হিসেবে। আজ ব্যক্তিগত অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। যদিও মুশফিকের আঘাত গুরুতর নয়।

অন্যদিকে টাইগার পেসার তাসকিন আহমেদ হ্যামস্ট্রিংয়ে সমস্যা বোধ করছেন। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী, দুজনই আগামীকাল একাদশে থাকবেন। তবু বদলি ফিল্ডার হিসেবে কাউকে দরকার হতে পারে। সে জন্যই শামীমকে দলে ডাকা।

আগামীকাল শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জস বাটলারদের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে আগামী ৬ মার্চ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন