রোকুজ্জোদের সুপারমার্কেটে দুর্বৃত্তদের গুলি, মেসিকে হুমকি
লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোদের সুপারমার্কেটে অজ্ঞাত দুই ব্যক্তি এলোপাথারি গুলি চালিয়েছে। শুধু তাই নয় মেসিকে হুমকি দিয়ে একটি চিরকুটে লিখে গেছে ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি।'
আর্জেন্টিনার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত ৩টায় মেসির স্ত্রী রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি মোট ১৪টি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও এ তথ্য নিশ্চিত করেছে।
গুলি করার সময় বন্ধ ছিল মার্কেটটি। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই মেসিকে হুমকি দেওয়া হয়।