নারায়ণগঞ্জে সয়াবিন কারখানা পরিদর্শন করলেন রাষ্ট্রদূত হাস
সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সাথে নারায়ণগঞ্জে অবস্থিত মেঘনা গ্রুপের সয়া প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
গেলো মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পিটার হাস বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের চাহিদা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে আমেরিকার সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সাথে এ কারখানা পরিদর্শন করেন।
কারখানা পরিদর্শনকালে পণ্য খালাসের ঘাট থেকে শুরু করে সয়া তেল উৎপাদন কেন্দ্র পর্যন্ত সবটাই ঘুরে দেখেন পিটার হাস। তিনি মেঘনা গ্রুপের কর্ণধার ও কারখানা ব্যবস্থাপকদের সাথে আলাপকালে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত সহনশীলতা বাড়াতে কৃষি বাণিজ্যের গুরুত্ব তুলে ধরেন।
মেঘনা গ্রুপ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সয়া সাসটেইনেবেলিটি অ্যাসুরেন্স প্রোটোকল (এসএসএপি) সয়াবিনের আমদানিকারক প্রথম বাংলাদেশী কোম্পানি। এসএসএপি হলো একটি কর্মসূচি যার মাধ্যমে তৃতীয় পক্ষ যুক্তরাষ্ট্রের সয়াবিন খামারগুলো পরিদর্শন ও অডিট করার মাধ্যমে নিশ্চিত করে যে তারা সয়াবিন উৎপাদনে যে পদ্ধতি অনুশীলন করে তা পরিবেশগতভাবে টেকসই। আমেরিকার পঁচানব্বই শতাংশ সয়াবিন উৎপাদক এসএসএপি মেনে সংরক্ষণ কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে।
২০২২ সালে বাংলাদেশ ৯১২ মিলিয়ন ডলার মূল্যের আমেরিকান কৃষি পণ্য আমদানী করেছে, যার মধ্যে ৩৫০ মিলিয়ন ডলারের উচ্চমানের আমেরিকান সয়াবিন রয়েছে।