রয়ের পর বাটলারের হাত ধরে বড় সংগ্রহের দিকে ইংলিশরা
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন ইংলিশ ওপেনার জেসন রয়। ৯৬ রানে ৩ উইকেট হারানো পর জস বাটলারকে সাথে নিয়ে করেন ১৩২ রান। ১ টি ছয় ও ১৮ টি চারে ১২৪ বল খেলে তিনি খেলেন এই বিধ্বংসী ইনিংস।
দলীয় ২০৫ রানের মাথায় জেসন রয় আউট হয়ে গেলে স্কোরবোর্ডে তিন রান যোগ হতেই বিদায় নেন উইল জ্যাকস। এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে টাইগার বোলারদের শাসন করছেন অধিনায়ক জস বাটলার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ বলে ৭০ রানে ক্রিজে আছেন বাটলার। ৪৩.৩ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৬০ রান।