আর্কাইভ থেকে দুর্ঘটনা

বিমানে পাইলট ঘুমিয়েছেন, হার্ট অ্যাটাকে প্রবাসী যাত্রীর মৃত্যু

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। পাইলট ঘুমাচ্ছেন বিমানের বাঙ্কে। আর ককপিটে লাইসেন্সহীন বৈমানিক পরিদর্শক। এমন অবস্থায় জরুরি অবতরণের সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় হার্ট অ্যাটাকে এক প্রবাসীর মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিতে বিমানকে তদন্ত দেয়া হয়েছে জানিয়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান  গণমাধ্যমে জানান,  অনিয়ম হলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।

বাংলাদেশ বিমানের ঢাকা-জেদ্দা রুটের বিজি ৩৩৬ ফ্লাইটটি ১৬ জানুয়ারি সকালে ফিরছিলেন বাংলাদেশে। বিমানটি যখন ভারতের আকাশে, তখন হঠাৎ হার্ট অ্যাটাক করে বসেন জেদ্দা থেকে আসা কবীর আহমেদ নামে এক প্রবাসী। প্রয়োজন পড়ে কাছাকাছি কোন বিমানবন্দরে দ্রুত অবতরণের। কিন্তু সিদ্ধান্ত নেবে কে?

নিয়ম অনুযায়ী, জরুরি অবতরণের সিদ্ধান্ত মূল পাইলটের দেয়ার কথা। কিন্তু সে সময় পাইলট দিলদার আহমেদ তোফায়েল ছিলেন বাঙ্কে বিশ্রামে। আর ককপিটে বসিয়ে গেছেন লাইসেন্সবিহীন পরিদর্শক ফরিদুজ্জামানকে। সাথে ছিলেন ট্রেইনি পাইলট ইরফানুল হক। যাত্রীর অসুস্থতায় জরুরি অবতরণের জন্য ট্রেইনি পাইলট বললেও, পরিদর্শক ফরিদুজ্জামান বিমান অবতরণ করেন শাহজালাল বিমানবন্দরে। যার ফলে দেরিতে হাসাপাতালে নেয়ায় মারা যান প্রবাসী কবির আহমেদ।

সিভিল এভিয়েশন জানায়, লাইসেন্সবিহীন পরিদর্শক পেছনে থেকে সেবা দিতে পারলেও, বসতে পারেন না ককপিটে। অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান চেয়ারম্যান।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন