বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকায় বাসের ধাক্কায় এক নারী শ্রমিক আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
শনিবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে বনানী থানার সৈনিক ক্লাব এলাকায় একটি দ্রুতগমী বাসের ধাক্কায় এক নারী শ্রমিক আহত হন। এ ঘটনার জের ধরে সেই এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যান চালাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই আমরা রাস্তায় চলে আসি। পরে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলেও আশপাশের এলাকায় অবস্থান করছে। ফের তারা যাতে রাস্তায় না নামতে পারে সেই জন্য সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
দুর্ঘটনার ব্যাপারে তিনি বলেন, যে বাস নারী শ্রমিককে ধাক্কা দিয়েছে ইতোমধ্যে আমরা ওই বাসের মালিকের সঙ্গে কথা বলেছি। বিষয়টি কিছু সময়ের মাধ্যই সমাধান হয়ে যাবে।