৯১ হাজার মামলা সমাপ্তির জন্য ট্র্যাক সফটওয়্যার সহায়ক
ট্র্যাকিং সিস্টেম সলট্র্যাক সফটওয়্যার চালু হওয়ায় সুপ্রিম কোর্টে সরকারের যে ৯১ হাজারের অধিক মামলা আছে সেগুলির সুষ্ঠু পরিসমাপ্তিতে সহায়ক হবে। বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।
রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটেসরকারি মামলা ট্র্যাকিং সিস্টেম সলট্র্যাক সফটওয়্যারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ৯১ হাজারের বেশি সরকারি মামলা উচ্চ আদালতে ঝুলে আছে। সেগুলো ট্র্যাকিং ও এগুলোর সুষ্টু পরিসমাপ্তি জন্য এ সফটওয়্যার অত্যন্ত সহায়ক হবে।
এসময় দেশের উচ্চ আদালত ৯১ হাজারের বেশি সরকারি মামলা ঝুলে আছে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক।
এসময় মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, সরকারি মামলা পরিচালনার সময় পরস্পরকে দায়ী করি। এটি কালচার হয়ে গেছে। ৯৫ শতাংশ মামলায় সরকার হেরে যায়। অনেক সময় জানতেও পারে না। সলট্রাক এর মাধ্যমে লাখ লাখ মামলা জট কমিয়ে আনা যাবে বলে মনে করেন তিনি।