আর্কাইভ থেকে ক্রিকেট

তাসকিনের বোলিংয়ে মুগ্ধ মার্ক উড

চলমান ইংল্যান্ড সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজের হার নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের সুযোগ তৈরি করলেও দ্বিতীয় ম্যাচে রয়-বাটলারদের কাছে পাত্তা পায়নি টাইগাররা। তবে দুই ম্যাচে দারুণ বোলিং করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার বোলিং মুগ্ধ করেছে মার্ক উড ও তার সতীর্থদের।

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের আগের দিন রবিবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে এসে এমন কথাই জানালেন এই ইংলিশ পেসার। উড বলেন, ‘(তাসকিনে) খুবই মুগ্ধ । শুধু আমি নই, দলের সবাই তার বোলিংয়ে মুগ্ধ। সবাই তার বোলিংকে খুবই প্রশংসা করেছেন।’

সংবাদ সম্মেলনে মার্ক উড। ছবি: এএফপি

শুধু তাই নয় প্রথম ম্যাচে তাসকিনের বোলিংয়ের লেন্থ দেখেই নাকি ইংলিশ পেসাররা দ্বিতীয় ম্যাচে কোথায় বল ফেলতে হবে ওই ধারণা পেয়েছেন। গতি, লেন্থ বিষয়ে উড বলেন, ‘তিনি (তাসকিন) জোরে বোলিং করেন এবং সঠিক লেন্থে বল ফেলেন। আমার মনে হয়, প্রথম ম্যাচে তার বোলিং দেখেই আমরা লেন্থ সম্পর্কে জেনেছি। আমাদের পেসারদের তিনি দেখিয়ে দিয়েছেন, আসলে কোথায় বল ফেলতে হবে। তার থেকে আমি, জোফরা এবং ওকস বোলিংয়ে ধারণা পেয়েছি।’

ইংল্যান্ডের সিরিজের প্রথম ম্যাচে ৮ ওভার বল করে ২৬ রান খরচ করে ১ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন। আর দ্বিতীয় ওয়ানডেতে এই গতি তারকা নেন ৩টি উইকেট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন