রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে হাজারেরও বেশি ঘরবাড়ি
কক্সবাজারের উখিয়ার ৯, ১০ ও ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ রোববার (৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। এর আগে বিকেল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ দাবি করেছেন, আগুনে ৯, ১০ ও ১১ নং ক্যাম্পের ৮টি ব্লকের হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। এই ক্যাম্পগুলোর কমপক্ষে ৪০ হাজার মানুষকে খোলা আকাশের নিচে থাকতে হবে।
পালংখালী ময়নার ঘোরা ক্যাম্পের বাসিন্দা রফিক বলেন, আমাদের ক্যাম্পের সব ঘরবাড়ি পুড়ে গেছে। কিছু বাকি রইল না। আমাদের কি হবে? সব শেষ। ছেলেমেয়ে নিয়ে কোথায় যাব? সব সম্পদ তো ছাই হয়ে গেছে।
রাস্তায় রাত কাটানো ছাড়া কী আর করার আছে বলে কান্নায় ভেঙে পড়েন এই রোহিঙ্গা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি।