আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

আবারও ফেইসবুক অ্যাপে ফিরছে মেসেঞ্জার

মোবাইল অ্যাপে ফেইসবুকের থেকে মেসেঞ্জার অ্যাপ আলাদা হয়েছে ২০১৪ সালে। প্রায় নয় বছর পর অ্যাপ দুটো ফের সমন্বিত করাতে যাচ্ছে মেটা।একটি ব্লগ পোস্টে ফেইসবুক প্রধান টম এলিসন এই পরীক্ষার কথা জানিয়েছেন। খুব দ্রুতই ফেসবুক অ্যাপ দিয়ে ইউজাররা মেসেজিং করতে পারবেন।

এলিসন লিখেছেন,“আমরা ফেইসবুক অ্যাপে ব্যবহারকারীর মেসেঞ্জার ইনবক্সে প্রবেশের সুবিধা পরীক্ষা করছি। আর শীঘ্রই আপনারা দেখতে পাবেন, এটি বিস্তৃত হচ্ছে।”

তিনি আরও লিখেছেন“শেষ পর্যন্ত আমরা চাই, মেসেঞ্জার বা সরাসরি ফেইসবুক অ্যাপ যাই হোক, এতে ব্যবহারকারীর সংযোগ ও শেয়ারের উপায় যেন সহজ ও সুবিধাজনক হয়।”

নয় বছর আগে যখন ফেইসবুক অ্যাপ থেকে মেসেঞ্জার সরিয়ে ফেলা হয়, তখন কোম্পানিটি বলেছিল, “আমাদের লক্ষ্য, মেসেঞ্জারে সেরা মোবাইল মেসেজিং অভিজ্ঞতা বাস্তবায়নের প্রচেষ্টায় মনযোগ দেওয়া ও পৃথক ফেইসবুক মোবাইল মেসেজিং অভিজ্ঞতার বিভ্রান্তি এড়ানো।।”

তবে ফেইসবুকের ব্রাউজার সংস্করণে মেটা এই মেসেজিং সুবিধা ফেরানোর কোনো পরিকল্পনা করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। ২০১৬ সালে কোম্পানিটি মোবাইল ওয়েব ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের দিকে নিতে শুরু করে।

ব্যবহারকারীর ফোনে তুলনামূলক কম অ্যাপ থাকার বিষয়টি মোটেও বাজে কিছু নয়। ফলে, ফেইসবুক অ্যাপ থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও বার্তা পাঠানোর সুবিধা মিলবে।

বিগত কয়েক বছর ফেসবুক শুধু পরিচিত এবং নিকটাত্নীয়দের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য নানা পরিবর্তন আনলেও চলতি বছর ফেসবুকের ডিসকভারি ফিডে আমূল পরিবর্তন আনা হয়েছে। ফেসবুক অ্যালগরিদমই নানা পরিবর্তন আনায় সহজেই ফিডে নতুন কিছু পাওয়া যাবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন