কুবির ১২ শিক্ষার্থী এডভোকেট হিসেবে সুপারিশপ্রাপ্ত
এডভোকেটশিপ পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের একই ব্যাচের বারো শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছে।
গেলো বৃহস্পতিবার (৯ মার্চ) 'বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রকাশিত ফলাফলের মাধ্যমে এ তথ্য জানা যায়।
জানা যায়, এডভোকেটশীপপ্রাপ্ত সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (২০১৭-২০১৮) সেশনের আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। যারা এডভোকেটশীপ পেয়েছেন তারা হলেন, সাব্রী সাবেরীন গালিব, মো: আরিফ আহমেদ, নূর মোহাম্মদ মামুন, ফাতেমা আক্তার, মোঃ রিফাত ইসলাম, বোরহান উদ্দিন, মিঠুন খান, মো: ইসমাইল হোসেন, মোঃ মশিউর রহমান, আব্দুল হান্নান, মোঃ কামাল হোসেন জয়, মোঃ রিয়াজ উদ্দিন।
উচ্ছ্বসিত হয়ে সদ্য সুপারিশপ্রাপ্ত এডভোকেট সাব্রী সাবেরীন গালিব বলেন, প্রথমে আল্লাহকে ধন্যবাদ জানাই। তার রহমতে জেলা ও দায়রা জজ আদালত,ঢাকার এডভোকেটশীপ হিসেবে সুযোগ পেয়েছি। সবচেয়ে আনন্দের অনুভূতি হচ্ছে আমরা বারো জন বন্ধু একসাথে আইনের পেশায় যুক্ত হয়েছি। প্রত্যেক আইনের ছাত্রের জন্য অ্যাডভোকেট একটা গর্বের ও সন্মানের বিষয়। আমার এই গল্পের পিছনে পিতা-মাতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ঋন অনস্বীকার্য।
আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু বক্কর ছিদ্দিক বলেন, আমাদের এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীদের এই অর্জন সত্যি প্রশংসনীয়। আমাদের প্রথম ব্যাচের ১৬ শিক্ষার্থী এডভোকেটশীপ পরিক্ষা দিয়েছে সেখান থেকে ১২ জন শিক্ষার্থী এডভোকেটশীপ পেয়েছে। এছাড়াও আমাদের একজন শিক্ষার্থী জজ, আরেকজন এডভোকেটশীপ পরিক্ষায় সারাদেশে ১১ তম। এগুলো আমাদের অর্জন। তারা সামনে আরও ভালো করুক এই প্রত্যাশা।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ২০২২ এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।