অনিয়ম-অব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থীরা পেল সংবর্ধণা।
ধামরাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ নিজস্ব অর্থায়নে জিপিএ ৫ প্রাপ্ত ১০০০ শিক্ষার্থীকে সংবর্ধণা দিয়েছেন। উপহার হিসেবে শিক্ষার্থীদের দেয়া হয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই।
শনিবার (১১ই মার্চ) ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধণা দেয়া হয়।
অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে, সংবর্ধণা অনুষ্ঠানে অব্যবস্থাপনার কারণে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি অনেক শিক্ষার্থী পায়নি। রাজাপুর বাহারাম মুল্লিক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নুপুর আক্তারসহ গার্ডিয়ানদের অভিযোগ পখর রৌদ্রময় মাঠে সংবর্ধণা দেয়া হয়েছে। কিছুই তো পেলাম না। একটি ক্রেস্ট দিবে তাও আবার পরে!
অব্যবস্থাপনার বিষয়ে সকল মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থণা করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
সংবর্ধণা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(অ: দা:) ফারজানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাইয়ের কৃতি সন্তান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নূরুল আলম, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন, বেগম আনোয়ারা গালর্স কলেজের প্রতিষ্ঠা মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম।