আর্সেনালের জয়েরর দিনে পয়েন্ট হারালো ১০ জনের ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএলে ফুলহামের বিপক্ষে বড় জয় পেয়ে শীর্ষ স্থান মজবুত করলো আর্সেনাল। রোবাবার ফুলহামের মাঠে গানারদের হয়ে প্রথম দুই গোল করেন ব্রাজিলের দুই গাবি।
ম্যাচের ২১ মিনিটে ব্রাজিলিয়ান সেন্ট্রাল ব্যাক গ্যাব্রিয়েল মাঘালহায়েস গোলে প্রথম লিড নেয় আর্সেনাল। এরপর ২৬ মিনিটে গোল করেন আরেক ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। প্রথমার্ধের যোগ করা সময়ে গানারদের হয়ে তৃতীয় গোলটি করেন মার্টিন ওডেগার্ডের।
আর্সেনালের জয়ের দিনে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের বিপক্ষে গোল শূন্য সমতা করেছে এরিক টেন হ্যাগের দল। ম্যাচের ৩৮ মিনিটে কার্লোস আলকারেজকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
১০ জনের ইউনাইটেডকে বাকি সময় রক্ষণ সামলে আক্রমণে উঠতে হয়েছে। শেষ পর্যন্ত গোল না পেয়ে ড্র করে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় এরিক টেন হাগের দলকে। লাল কার্ডের কারণে চার ম্যাচ ম্যানইউ-এর হয়ে খেলতে পারবেন না কাসেমিরো।