আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৭৩৫, শনাক্ত ৩ লাখের বেশি

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও স্বস্থিতে নেই মানুষ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে লাখ লঅখ মানুষ। কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ।

গেলো ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ৭৩৫ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে তিন লাখ ২০ হাজার ৯৮ জন।

করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। মারা গেছে ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জন। সুস্থ হেয়েছে ২২ কোটি ১৪ লাখ ৫১ হাজার ৯৪৯ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্ক রাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৭৮২ জন। দেশটিতে মারা গেছে ৭ লাখ ৫৬ হাজার ৩৬২ জন। 46,312,782

এদিকে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ভারত-যুক্তরাষ্ট্র-ইউক্রেন-ব্রাজিল-মেক্সিকো।

এ সম্পর্কিত আরও পড়ুন