সুইডেন দলে ফিরলেন ৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচ
অনেকেই ভেবে বসেছিলেন ক্লাব ক্যারিয়ারও শেষ হতে চলছে জলাতান ইব্রাহিমোভিচের। অথচ ৪১ বছর বয়সে প্রায় এক বছর পরে আবার সুইডেন জাতীয় দলে ডাক পেলেন তিনি।
চোটের কারণে প্রায় ৯ মাস মাঠের বাইরে ছিলেন ইব্রা। অনিশ্চয়তা জেগেছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। তবে শঙ্কা কাটিয়ে চলতি মাসের শেষের দিকে বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচ ডাক পেলেন এসি মিলান তারকা।
ইব্রাহিমোভিচ সবশেষ সুইডেনের হয়ে খেলেছেন ২০২২ সালে, পোল্যান্ডের বিপক্ষে কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে। এরপর গত মে মাসে পড়েন হাঁটুর ইনজুরিতে। চোট সারাতে অস্ত্রোপচার করানো হয় ইব্রাহিমোভিচের। এরপর থেকেই ছিলেন মাঠের বাইরে। সুস্থ হয়ে এরপর গত ফেব্রুয়ারিতে এসি মিলানের হয়ে সেরি আ ম্যাচ দিয়ে ফিরেছেন মাঠে। এবার ফিরলেন জাতীয় দলে।