আর্কাইভ থেকে বাংলাদেশ

পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে ফেরি উল্টে গেছে

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে বেশি কয়েকটি যানবাহনসহ পদ্মায় উল্টে গেছে শাহ আমানত নামের একটি ফেরি।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে  বুধবার  সকাল সাড়ে ৯টার দিকে নদী পার হয়ে পাটুরিয়ায় পৌঁছানোর পরপরই ফেরিটি দুর্ঘটনায় পড়ে বলে বলে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান।  

তিনি জানান, ওই ফেরিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল। দুটি ট্রাক ও যাত্রীরা নামার পর ফেরিটি কাত হয়ে ডুবে যায়।

ঘাটের পাশে নদীতে কাত হয়ে অর্ধেক ডুবে আছে ফেরি শাহ আমানত। 

পাম্প দিয়ে পানি সরিয়ে উদ্ধার কাজ চলছে। 

এদিকে ফেরি উল্টে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এবং তাদের ডুবুরি দল সেখানে তল্লাশি চালাচ্ছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, তারা ফেরি উদ্ধারের কাজ করছেন।  তবে ফেরিটি কিভাবে ডুবে গেল- সে বিষয়ে কোনো তথ্য তিনি জানেন না। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবরও পাননি। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ফেরির তিনটি ট্রাক ভেসে গেছে। ট্রাক ছাড়াও এ ফেরিতে কয়েকটি মোটর সাইকেল, প্রাইভেট কার ছিল। তবে কতজন লোক ছিল সেটা এখনও নিশ্চিত নয়।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন