দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাত হাজার সাকিবের
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।
আজ শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছিলেন ২৪ রান দূরে থেকে। কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রান হলো তাঁর।
২৩৩ ওয়ানডে খেলে ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে তামিম করেছেন ৮১৪৬ রান। সাকিব ৭ হাজার রান করেছেন ২২৮টি ওয়ানডে খেলে। যেখানে সেঞ্চুরি করেছেন ৯টি ও ফিফটি ৫২টি। এদিকে ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪৩টি ফিফটিতে মুশফিকুর রহিমের রান এখন ৬৯০১, ৭ হাজারের ক্লাবে ঢুকতে লাগবে আর মাত্র ৯৯ রান।