নরসিংদীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ নিহত ২
নরসিংদীর রায়পুরায়, দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০জন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পাড়াতলির কাচারিকান্দি এলাকায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিরোধে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলম এবং ছোট শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই ধারাবাহিকতায় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ছোট শাহ আলম গ্রুপের সাদির ও হিরণ মারা যান।
আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রায়পুরা থানার ওসি মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, বর্তমানে সেখানকার পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ঘিরে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। এই ধাপে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে বিভিন্ন স্থানে বিরোধে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতেও রাঙ্গামাটিতে সজিবুর রহমান ওরফে সজিব নামে একজন ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচন সংক্রান্ত বিরোধে হত্যাকান্ডের শিকার হয়েছেন।
স্থানীয়রা জানান, নিহত সজীব আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফের সমর্থক। লতিফ এবারো দলের মনোনয়ন পেয়েছেন। তার প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদলও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।ওই দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষে সজীব মারা যান।