আর্কাইভ থেকে করোনা ভাইরাস

গণটিকার দ্বিতীয় ডোজ আজ

আজ প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে দেয়া টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। গেলো ২৮ সেপ্টেম্বর যারা এ টিকার প্রথম ডোজ নিয়েছেন তারাই আজ দ্বিতীয় ডোজ নিতে পাবেন। যারা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে তাদেরকে সেই কেন্দ্র থেকেই টিকা নিতে হবে। ঢাকার পাশাপাশি সারাদেশেই চলছে এ টিকাদান। 

কাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গণটিকার দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। আজ দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

চার হাজার ছয়শটি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় ৪৩৩টি ওয়ার্ডে স্থাপন করা টিকাকেন্দ্র থেকে এই টিকা দেওয়া হচ্ছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে তিনটি, পৌরসভায় একটি এবং সিটি করপোরেশন এলাকার কেন্দ্রে ৩টি করে বুথ চলছে টিকাদান। 

এ সম্পর্কিত আরও পড়ুন