আর্কাইভ থেকে দেশজুড়ে

কমিউনিস্ট লীগের বিক্ষোভ সমাবেশ

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, মুনাফাখোর, কালো বাজারি ও দুর্নীতিবাজ লুটেরাদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মার্চ)  দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য দেন, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মন, সুধীর বর্মন, মিরা রাণী, তাপস বর্মন, সাইফুল ইসলাম, আব্দুল্যাহ সরকার, উত্তম বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, সব জিনিস পত্রের দাম বৃদ্ধি হয়েছে। মানুষের আয় না বাড়লেও দিন দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। সরকার দলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জনগনের টাকা লুট করছে। সাধারন মানুষ এই আওয়ামীলীগ সরকারকে ভোট দেয় না বলেই জিনিস পত্রের দাম বৃদ্ধি করে তার প্রতিশোধ নিচ্ছে । এসব বন্ধ না করলে জনগনকে সঙ্গে নিয়ে রাস্তা বসার হুশিয়ারি দেন তাঁরা। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন ।

এ সম্পর্কিত আরও পড়ুন