আর্কাইভ থেকে বাংলাদেশ

লিস্কের ঝড় সামলে সেমির দৌড়ে নিউজিল্যান্ড

স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রইল নিউজিল্যান্ড। এই নিয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় নিয়ে গ্রুপ '২' এর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল কিউইরা। 

তবে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে কেন উইলিয়ামসনদের। নিউজিল্যান্ডের দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছোট ছোট পুঁজিতে ম্যাচের শেষ ওভার পর্যন্ত টিকে ছিলো স্কটিশরা। দলটির হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন মাইকেল লিস্ক। 

নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে স্কটল্যান্ড। কিউইদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি। এছাড়া একটি উইকেট পেয়েছেন মিচেল স্যান্টনার।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল কিউইরা। দলীয় ৫২ রানে দ্রুত ৩ উইকেট হারালে দলের বিপর্যয় সামাল দেন মার্টিন গাপটিল। তার ৫৬ বলে ৯৩ রানের ইনিংসে ভর করেই ১৭২ রানের পুঁজি পেয়েছিল নিউজিল্যান্ড। 

গাপটিল বাদে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে গ্লেন ফিলিপসের ব্যাটে। এই ক্রিকেটার খেলেছেন ৩৭ বলে ৩৩ রানের ইনিংস। স্কটিশদের হয়ে জোড়া উইকেট শিকার করেছেন ব্রাড হুইল ও সাফেওয়ান শরিফ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন