আর্কাইভ থেকে দুর্ঘটনা

একদিনে স্কুল পড়ুয়া চার কিশোরী নিখোঁজ

রাজধানীর মিরপুর এলাকা থেকে একদিনে অষ্টম শ্রেণিতে পড়ুয়া চার কিশোরী নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে তিনজন মাদ্রাসার ছাত্রী এবং একজন স্কুলের ছাত্রী। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় চার কিশোরীর অভিভাবক কাফরুল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি বলেন, আমরা ওই ছাত্রীদের স্কুল ও আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, ওই চার কিশোরী একসঙ্গে ছিল। অবশ্য পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারা সিলেটের দিকে যাত্রা করেছে। তবে তাদের কারও সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান নিশ্চিত হতে একটু সময় লাগছে।

ওসি হাফিজুর রহমান আরও বলেন, গেলো মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বের হয়। চারজনই বান্ধবী এবং সবাই মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। চারজনকে একসঙ্গে বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। তাদের উদ্ধারে এরই মধ্যে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের একাধিক টিম তাদের উদ্ধারে কাজ করছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন