আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবের হাতে আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের জার্সি

কাতার বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার এক মধুর সম্পর্ক তৈরি হয়েছে। বিশ্বকাপ জয়ী দলের কোচ এমনি স্বয়ং মেসি নিজ মুখেই ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে।

এবার বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের হাতে উঠলো আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের জার্সি।

আর্জেন্টিনা জাতীয় পুরুষ দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক আলিসন স্টকস বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে পাঠিয়েছেন সেই জার্সি। আজ শুক্রবার (৩১ মার্চ) সেটিই সাকিবের হাতে তুলে দিয়েছেন ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড।

 

বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে এই ছবি।

এ সম্পর্কিত আরও পড়ুন