আইরিশদের বোলিং তোপে গুটিয়ে গেল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে খেলতে নেমে খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারি ব্যাতীত সব ব্যাটাররা ছিলেন ব্যর্থ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধাত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার মেরে লিটন কুমার দাশ জানিয়ে দিলনে বরাবরের মতো শুরু হতে যাচ্ছে তার ঝড়। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই লিটন আউট হয়ে গেলে যেন মেরুদন্ড ভেঙ্গে যায় বাংলাদেশের।
একে একে নাজমুল শান্ত ফেরেন ৪, রনি তালুকদার ১৪, সাকিব আল হাসান ৬, তৌহিদ হৃদয় ১২, রিশাদ হোসেন ৮, তাসকিন আহমেদ ও, নাসুম আহমেদ ১৩ এবং শরিফুল ইসলাম ৫ রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান।
তবে একের পর এক ব্যাটার আউট হয়ে গেলেও ব্যাট হাতে শেষ উইকেট পর্যন্ত অবিচল থাকেন শামীম। তবে অর্ধশতকে পৌছে দলীয় ১২৪ রানের মাথায় আউট হয়ে যান তিনিও। ২ টি ছক্কা ও ৫ চারে ৪২ বলে ৫১ রান করেন শামীম।