তাড়াশে পুকুর খননে মিললো প্রাচীন মূর্তি
সিরাজগঞ্জের তাড়াশে জয়নাল আবেদীনের পুকুর সংস্কারকালে প্রাচীন একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর বর্তমানে মূর্তিটি থানায় রাখা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম গ্রামে একটি পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে উপজেলার ঘরগ্রাম গ্রামে জয়নাল আবেদীনের পুকুর সংস্কার কালে ভগ্নদশার একটি বিষ্ণু মূর্তি দেখতে পায় স্থানীয়রা।