আর্কাইভ থেকে আন্তর্জাতিক

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আরকানসাসে নিহত ৩, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের আরকানসাসে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি রয়েছে। এ সময় তিনজন মারা গেছেন ও কয়েক ডজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাতে ঝড়টি আঘাত হানে।

শনিবার (১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, টর্নেডোয় বেশি আক্রান্ত হয়েছে আরকানসাস রাজ্যের রাজধানী লিটল রক। এতে অনেক ভবন ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি।

জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, আরকানসাসের দক্ষিণ ও মধ্য-পশ্চিম জুড়ে দুই কোটি ৮০ লাখেরও বেশি বাসিন্দা টর্নেডোর আশঙ্কার মাঝে রয়েছে।

চরম আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন স্থানীয় গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স। তিনি বলেন, ঝড়ের কারণে মধ্য আরকানসাসে ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে।

‘ঝড় অব্যাহত রয়েছে’ উল্লেখ করে তিনি টুইট বার্তায় বলেন, বাসিন্দাদের অবশ্যই আবহাওয়া সম্পর্কে সচেতন থাকতে হবে।

আরকানসাসের পুলাস্কি কাউন্টিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। উত্তর লিটল রক শহরেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে কাউন্টি জুড়ে অর্ধশত আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লিটল রকের মেয়র ফ্র্যাঙ্ক স্কট জুনিয়র বলেছেন, ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাণহানির তথ্য দিতে পারেননি তিনি।

টুইট বার্তায় মেয়র জানান, তার শহরে সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।

এর আগে গেলো সপ্তাহে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় মিসিসিপি অঞ্চল। ওই সময় নিহত হয় ২৫ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন