আর্কাইভ থেকে বাংলাদেশ

জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন চায় হিন্দু মহাজোট

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

শুক্রবার (৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, হিন্দু ধর্ম নিয়ে নানা সময়ে নানা কটূক্তি ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আর এর জবাব দিতে গেলে আইসিটি অ্যাক্টে তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। 

তিনি জানান, কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী, রংপুরসহ সাম্প্রতিককালের ঘটনাগুলোর প্রতিবাদ জানাতে গিয়ে ১৭ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন। অথচ হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করলেও আজ পর্যন্ত হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে কোনো মামলা হয়নি। এমনকি গ্রেপ্তারও করা হয়নি। 

তিনি বলেন অতীতেও কোন অপরাধের জন্য অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। এবং বিচার চেয়েও পাইনি। যে কারণে অপরাধীরা আরো উৎসাহিত হচ্ছে।

তিনি আরো বলেন, গুটি কয়েক স্বার্থান্বেষী রাজনৈতিক ব্যক্তি ছাড়া দেশের বেশীরভাগ মানুষ অসাম্প্রদায়িক। কিন্তু এই দুষ্টু মানসিকতার রাজনীতিকরা বিভিন্ন সময়ে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে।

তিনি দাবী করেন, সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত সব মন্দির বাড়ি-ঘর পুনর্নির্মাণ ও পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে পূর্ণমন্ত্রী নিয়োগ করতে হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরকারকে এসব দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। 

তিনি বলেন, দাবী না মানলে হিন্দু সম্প্রদায় দেশের প্রত্যেক জেলা ও উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে।

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন জোটের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ চন্দ্র পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকারসহ আরও অনেকে। 

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন