দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল
বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এক সঙ্গে সবাই ফিরছেন না। দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। এছাড়া দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ কয়েকজন ক্রিকেটার ছুটি নিয়েছেন। ছুটিতে আছেন জাতীয় দলের কোচিং স্টাফরাও।
আজ শুক্রবার বিকেলে (৫ নভেম্বের) প্রথম ভাগে সাতজন ক্রিকেটার ঢাকা আসছেন। সেই ৭ ক্রিকেটার হলেন- রুবেল হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শামীম পাটোয়ারী ও নাঈম শেখ।
দুবাইয়ে ১১ নভেম্বর পর্যন্ত বেড়াবেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস আর তাসকিন আহমেদ। আর সাকিব গেছেন আমেরিকায়।
সুপার টুয়েলভের সব কয়টি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। অথচ বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন লাল-সবুজরা। শেষ পর্যন্ত আসর এখনও চলমান থাকলেও দেশের বিমান ধরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে।