আন্তর্জাতিক

লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধবিরতি চায় ইইউসহ ১১ দেশ

ইসরাইলি সেনাবাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা চলাকালে লেবাননের একঠি ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের দেশ লেবানন-ইসরাইল সীমান্তে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশ। ইসরাইলি সেনাবাহিনী ও লেবাননের সশস্ত্র  গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা চলাকালেই এসব দেশ যুদ্ধবিরতির আহবান জানালো। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকরেরও প্রস্তাব দিয়েছে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ি, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহবান জানানো অপর দেশগুলো হলো-অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার। এসব দেশ এক  যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতির আহবান জানায়।

কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য  এই যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করে দেশগুলো।

যৌথ বিবৃতিতে এসব দেশ বলেছে, এ ধরনের বৈরিতা ‘অসহনীয়’। এতে আঞ্চলিকভাবে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে, যা অগ্রহণযোগ্য। এতে ইসরায়েল কিংবা লেবানন—কারও স্বার্থই হাসিল হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের বৈঠকের পর এ যৌথ বিবৃতি দেওয়া হয়।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন