আর্কাইভ থেকে ফুটবল

দায়িত্ব পেয়েই বায়ার্নকে শীর্ষে তুললো টুখেল

হঠাৎ করেই ইউলিয়ান নাগেলসমানকে বিদায় করে বায়ার্ন মিউনিখের হাল তুলে দেয়া হয় টমাস টুখেলের হাতে। দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই বায়ার্ন জ্বলে উঠল তেড়েফুঁড়ে। বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে গুঁড়িয়ে দিয়ে বুন্ডেসলিগার টেবিলে শীর্ষে ফিরল ক্লাবটি। ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে তারা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বরুশিয়া।

শনিবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচে বরুশিয়াকে ত্রয়োদশ মিনিটে গোলরক্ষক গ্রেগর কোবেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ টমাস মুলার। মাটাইস ডি লিখটের পাস পেয়ে বক্সের ভেতর থেকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান মুলার।

বরুশিয়ার রক্ষণে চাপ ধরে রেখে ২৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন মুলার। লেরয় সানের শট গোলরক্ষক আটকে দিলেও বল গ্লাভসে নিতে পারেননি, ফিরতি বল কোনাকুণি শটে  জালে পাঠান তিনি।

প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও ছন্দ খুঁজে পায়নি বুরুশিয়া। বরং ৫১তম মিনিটে কিংসলে কোমানের গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় লিগ টেবিলের শীর্ষে থেকে খেলতে নামা দলটি। যদিও শেষ দিকে দুইটি গোল করে ব্যবধান কমায় তারা। এই হারের ফলে বুন্ডেসলিগায় টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ম্যাচ হারলো বরুশিয়া।

 

এ সম্পর্কিত আরও পড়ুন