আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহী মহানগর জামাতের আমির আটক

রাজশাহী মহানগর জামাতের আমির কেরামত আলীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর হেতেমখাঁ পানির টাঙ্কি এলাকা থেকে তাকে বোয়ালিয়া মেডল থানা পুলিশ আটক করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মহানগর জামাতের আমির কেরামত আলীর নামে পুর্বে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। সেই মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নতুন মামলা দেয়া হবে।

তিনি আরও জানান, সম্প্রতি এ জামাতের আমির কেরামত আলী সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্নস্থানে গোপন বৈঠক করেছে। নাশকতারও পরিকল্পনা ছিল তার বিরুদ্ধে। বেশ কিছুদিন থেকে তিনি পুলিশের নজরদারিত্বে ছিলেন। আজ দুপুরে বোয়ালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। তাকে নতুন মামলা দিয়ে আজকেই জেল হাজতে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন