আর্কাইভ থেকে ক্রিকেট

চা বিরতির আগেই ৬ উইকেট হারালো আয়ারল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম দুই সেশন দাপট দেখিয়ছে খেলেছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু হয়নি আইরিশদের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৬৫ রান।

তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল দুই ব্যাটার কার্টিস ক্যাম্পায়ার এবং হ্যারি টেক্টর। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে ৭৪ রানের জুটি গড়েন। এরপর ব্যক্তিগত ৫০ রান মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টেক্টর। পরবর্তীতে ক্যাস্পায়ারকেও ফিরিয়ে দেন দেন তাইজুল ইসলাম। ৩৪ রানে থাকা অবস্থায় এই ব্যাটার লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন।

এরপর আবারো আইরিশ শিবিরে আঘাত হানেন তাইজুল। পিটার মুরকে ১ রানে থাকা অবস্থায় প্যাভিলিয়নের পথ ধরান এই স্পিনার। পরপর ৩ উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে যায় আইরিশরা। চা পানের বিরতির আগে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪৫ রান। এখন পর্যন্ত বল করতে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন