আর্কাইভ থেকে ক্রিকেট

হাবিবুল বাশারকে পিছনে ফেলে সাকিবের নতুন ইতিহাস

বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট জয়ী অধিনায়ক হাবিবুল বাশারকে টপকে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালনে দ্বিতীয়স্থানে উঠলেন সাকিব আল হাসান। মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টস করতে নেমেই এই রেকর্ডে নাম লেখান সাকিব। বাংলাদেশের হয়ে ১৯তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। এই অলরাউন্ডারের নেতৃত্বে এখন পর্যন্ত তিনটিতে জয়, ১৫টিতে হেরেছে টাইগাররা। হাবিবুল বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন ১৮ ম্যাচ। তার অধীনে একটি জয়, ১৩টিতে হার ও ৪টিতে ড্র করেছে বাংলাদেশ। হাবিবুলের অধীনে একমাত্র জয়টি ছিল টেস্টে বাংলাদেশের প্রথম জয়। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ফরম্যাটে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। বাংলাদেশকে টেস্টে সবচেয়ে বেশি বার অধিনায়কত্ব করার করেছেন মুশফিকুর রহিম। টাইগারদের হয়ে ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। মুশফিকের অধীনে সাতটিতে জয়, ১৮টিতে হার ও নয়টিতে ড্র করেছে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন