আর্কাইভ থেকে বাংলাদেশ

জ্বালানী তেলের দাম বাড়ার প্রতিবাদে ক্ষোভে উত্তাল ভারত

জ্বালানী তেলের দাম বৃদ্ধিকে ঘিরে ক্ষোভে উত্তাল ভারত। দেশটিতে সাত দিনের ব্যবধানে জ্বালানীর দাম বেড়েছে চার বার। ইতোমধ্যে পেট্রোলের দাম ছাড়িয়েছে ১শ’ রুপি।

ভারতের গণমাধ্যম জানায়, করোনায় সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যেই জ্বালানীর দামের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামেও। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ভারতের সাধারণ মানুষ।

আনন্দবাজার পত্রিকা জানায়, গেল কয়েক দিন ধরেই জ্বালানীর মৃল্য বৃদ্ধিকে কেন্দ্র করে উত্তপ্ত ভারতের রাজনীতি। জ্বালানীর দাম বাড়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে যুব কংগ্রেস। তাদের বাধা দেয় পুলিশ।

যুব কংগ্রেস নেতা রাহুল রায় বলেছেন, পেট্রোলের দাম একশ রুপি ছাড়িয়ে গেছে। ডিজেল, কেরোসিন, গ্যাস সব জ্বালানীর দামই বাড়তি। মোদি সরকারের ব্যর্থতার কারণেই আজ এই অবস্থা হয়েছে। তাই আমরা বিক্ষোভ করতে রাজপথে নেমেছি।

ভারতের বিভিন্ন সূচক বলছে, গেল সাত দিনে অন্তত চারবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। কেরোসিন ও গ্যাসেরও মুল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। একদিকে করোনার কারণে অর্থনৈতিক চাপে পড়েছে ভারতের সাধারণ মানুষ। এর মধ্যে জ্বালানীর দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এতে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ ভারতীয়দের মধ্যেও।

সাধারণ মানুষ জানায়, জ্বালানী এমন একটা প্রয়োজনীয় জিনিস যার দাম বাড়লে প্রভাব পড়ে সবকিছুর ওপর। এর কারণে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যায়। কোনো কিছুর দাম একবার বাড়লে তা আর কমে না। তাই জ্বালানীর দাম বাড়লে আতঙ্কে থাকি।

ভারতে মূলত স্থানীয় কর ও ভ্যাটের কারণে রাজ্যেভেদে জ্বালানী তেলের দামে তারতম্য হয়। তবে কেন্দ্রীয় সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে ভারতের বাজারে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন