ডুবে যাওয়া রো রো ফেরির উদ্ধার কাজ শুরু
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি রো রো ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ।
সোমবার (৮ নভেম্বর) সকালে ডুবে যাওয়া ফেরিটি উত্তোলনের কাজ শুরু করা হয়েছে।
প্রসঙ্গক্রমে গত (২৭ অক্টোবর) পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে ১৪টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ।
আর ডুবে যাওয়ার পরপরই বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা সেখানকার যানবাহন উদ্ধারে অভিযানে নামে। উদ্ধার অভিযানের চতুর্থ দিনে জাহাজ রুস্তমও এ অভিযানে যোগ দেয়। উদ্ধারকারী জাহাজ সব যানবাহন উদ্ধার করতে পারলেও ফেরি উদ্ধার করতে পারেনি। কারণ সেই সক্ষমতা ছিল না জাহাজ হামজা-রুস্তমের।
এ কারণেই ফেরি উদ্ধারের জন্য বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ’র প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল ফেরির ভেতর দিয়ে দেড় ইঞ্চি ওয়ার তার প্রবেশ করিয়ে ৭ ইঞ্চি ওয়ার তার বের করেছে এবং এখন হুক লাগানোর কাজ চলছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরের মধ্যে ফেরিটি উদ্ধার কাজ শুরু হবে।
মুক্তা মাহমুদ