‘বঙ্গবন্ধু ভারী গলায় বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় তোর ভর্তি বাতিল’
ছাত্র হিসাবে খুব একটা ভালো ছিলাম না. এটা অনেকেরই জানা। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছা থাকলেও প্রথমবারে তা হয়নি। পরবর্তী সময়ে খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি চূড়ান্ত করি। আগ্রহ নিয়ে সাফল্যের খবরটি বঙ্গবন্ধুকে জানাতে তার সঙ্গে দেখা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার আগ্রহ প্রকাশ করি। আশা ছিল নেতার কাছ থেকেও কিছুটা হলেও ভাবা পাবো। কিন্তু ফল হলো একেবারে উল্টো। সব শুনে বঙ্গবন্ধু বাড়ি গলায় বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় তোর ভর্তি বাতিল। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আজ শুক্রবার (৭ মার্চ) জাতীয় সংসদের ৫০ বছর উপলক্ষ্যে সংসদে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু বললেন কিশোরগঞ্জ থেকে তোকে রাজনীতি করতে হবে। কাছাকাছি থাকা তোফায়েল ভাইকে ডেকে বঙ্গবন্ধু বললেন হামিদকে সেন্ট্রাল ল কলেজে ভর্তি কইরা বই খাতা দিয়ে কিশোরগঞ্জ পাঠানোর ব্যবস্থা করো। তিনি বলেন, আমার জীবনে বঙ্গবন্ধুর কথাই শেষ কথা। সেই থেকে কিশোরগঞ্জকে কেন্দ্র করে আমার আইন পেশা ও রাজনীতির বিচরণ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও পরিচয় ও আলাপচারিতার মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। আবদুল হামিদ বলেন, মাঝেমধ্যে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হতো। অনেক সময় তিনি নিজেও ডেকে পাঠাতেন। সে সময় বঙ্গবন্ধু ছিলেন আমার একমাত্র ধ্যানধারণা। তাঁর নীতি ও নির্দেশনে আমার কাছে সবচেয়ে বেশি অনুসরণীয় ও অনুকরণীয় বিষয়।