বিশ্বকাপ বাছাই পর্বে থাকছে না ডিআরএস
জিম্বাবুয়েতে আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবস্থা রাখছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে রানআউট পর্যবেক্ষণের জন্য থাকবে তৃতীয় আম্পায়ার ব্যবস্থা।
ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকইনফোকে নিশ্চিত করেছে এ তথ্য।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ১০টি দল অংশগ্রহন করবে। ওই টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুটি দল জায়গা পাবে ভরতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ভারত বিশ্বকাপের মূল আসরে।
স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নেবে টুর্নামেন্টে। যার মধ্যে ৭টি দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মধ্যে যেকোনো এক দল সরাসরি খেলবে মূল পর্বে। বাকি দুই দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে।
প্রতিযোগিতাটি শুরুর সম্ভাব্য সময় ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে আইসিসি। সম্ভাব্য সময় অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের ম্যাচ শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। ভারতের ১২টি শহরজুড়ে চলবে পুরো টুর্নামেন্ট। ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।